COVID19
In the last 24 hours, the number of people infected with coronavirus in the country has decreased and the number of deaths has increased. 5 people have died in the last 24 hours. A total of 552 people have been newly infected with coronavirus in the country. 3 people have recovered anew. This information was given in the regular online briefing of the Department of Health on Saturday about the corona situation in the country.
Earlier, 571 new identities were reported on Friday. Two people were reported dead.
According to today's briefing, a total of 175 people have died of coronavirus infection in the country. The total number of identities is 6,690. In the last 24 hours, 5,626 corona were tested. The day before, 5 thousand 573 people were tested for corona. On March 8, the first corona-infected person was announced in the country. The first death occurred on March 16.
বাংলা অনুবাদঃ
বাংলা অনুবাদঃ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা কমেছে এবং মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৫ জন মারা গেছেন। দেশে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৫৫২ জন। নতুন করে সুস্থ হয়েছেন ৩ জন। দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
এর আগে গতকাল শুক্রবার ৫৭১ জন নতুন শনাক্তের কথা জানানো হয়েছিল। ২ জনের মারা যাওয়ার কথা জানানো হয়।
আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ১৭৫ জন। মোট শনাক্তের সংখ্যা ৮ হাজার ৭৯০। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮২৭ জনের করোনা পরীক্ষা করা হয়। এর আগের দিন ৫ হাজার ৫৭৩ জনের করোনা পরীক্ষা করা হয়। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ১৭৫ জন। মোট শনাক্তের সংখ্যা ৮ হাজার ৭৯০। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮২৭ জনের করোনা পরীক্ষা করা হয়। এর আগের দিন ৫ হাজার ৫৭৩ জনের করোনা পরীক্ষা করা হয়। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
No comments
Post a Comment