বগুড়া সাতমাথা


 বগুড়া  সদরে অবস্থিত ঐতিহাসিক স্থাপনা।সাতমথাকে বগুড়ার প্রাণকেন্দ্র বলা হয়। শহরের গুরুত্বপূর্ণ সাতটি সড়কের মিলিতস্থান সাতমাথা। এখানেই রয়েছে বগুড়া জিলা স্কুল , শহীদ খোকন পার্ক,   অ্যাওয়ার্ড পার্ক,  জিপিও, সার্কিট হাউজ সহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সাতমাথা থেকে কবি নজরুল ইসলাম সড়ক (থানা রোড) দিয়ে এগিয়ে গেলেই বগুড়ার ব্যিখাত দই এর দোকানগুলো পাওয়া যাবে।এছাড়া পাওয়া যাবে বগুড়া পানক্রিটিক ভিত্তিক মার্কেটগুলো। 

No comments

Theme images by Nikada. Powered by Blogger.